Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st এপ্রিল ২০২৪

এফডিআর

ফিক্সড ডিপোজিট রিসিপ্ট একাউন্ট (এফডিআর)

একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট(এফডিআর) খোলার জন্য, যে কোন ব্যক্তি বা ব্যক্তিদের বিকেবির যে কোন শাখায় প্রবেশ করার পর করনীয়ঃ

১.ফর্ম পূরন করুন।

২.যে কোনো পরিমাণ নগদ বা সহজে নগদযোগ্য উপকরণ জমা দিন।

৩. অবশেষে একটি ফিক্সড ডিপোজিট রসিদ পান।

 

গ্রাহক সুবিধাঃ

  • খুব দ্রুত এবং সহজ প্রক্রিয়াকরণ।
  • সুদের হার :
    • ০১(এক) মাস এবং তার উপরে কিন্তু ০৩(তিন) মাসের কম – ৭.০০%
    • ০৩(তিন) মাস এবং তার উপরে কিন্তু ০৬(ছয়) মাসের কম – ৮.৫০%
    • ০৬(ছয়) মাস এবং তার উপরে কিন্তু ০১(এক) বছরের কম – ৮.৭৫%
    • ০১(এক) বছরের বেশী কিন্তু ০৩(তিন) বছরের কম – ৯.২৫%

 

যোগ্যতা ঃ

  • ন্যূনতম বয়স: ১৮
  • বাংলাদেশের নাগরিক

 

প্রয়োজনীয় ডকুমেন্টঃ

১.    যথাযথভাবে পূরণ করা এফডিআর অ্যাকাউন্ট খোলার ফর্ম।

২.   আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি বিকেবির যেকোনো শাখায় অ্যাকাউন্ট আছে এমন একজন গ্রাহক/ব্যাংকার কর্তৃক যথাযথভাবে সত্যায়িত।

৩.   আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র/ বাংলাদেশ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি।

৪.   আবেদনকারীর ইটিইন(আয়কর) সার্টিফিকেটের সত্যায়িত কপি।

৫.   নমিনীর এক কপি ছবি।

৬.   নমিনীর বৈধ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

* অ্যাকাউন্ট খোলার ফর্মে উল্লিখিত শর্তাবলী অনুসারে সমস্ত প্রয়োজনীয় তথ্য।

 

** যেকোনো প্রশ্নের জন্য আপনার নিকটস্থ কৃষি ব্যাংক শাখায় যোগাযোগ করুন।